দীর্ঘ ভোগান্তির অবসান: অবশেষে শুরু হলো রায়গঞ্জের পাঙ্গাশী বাজার সড়ক সংস্কার কাজ
কাগজ ডেক্স:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী বাজার এলাকার বহু প্রতীক্ষিত সড়ক সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
পাঙ্গাশী ইউনিয়নের পাঙ্গাশী বাজার চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধি প্রকৌশলী মো. ইমরান হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ. বি. এম. আ. সাত্তার, জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলার নায়েবে আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সমাজসেবক সালাউদ্দিন হাশিনুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক চেয়ারম্যান এ. বি. এম. আব্দুস সাত্তার বলেন, “এই কাজটি কোনো ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়; এটি এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব ও জনকল্যাণে নেওয়া উদ্যোগ।”
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার টেন্ডার হলেও অজানা কারণে কাজ শুরু না হওয়ায় দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি ছিল বেহাল অবস্থায়। অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংস্কার শেষে এই সড়কটি চলাচলের উপযোগী হলে পাঙ্গাশী বাজার ও আশপাশের গ্রামের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।








