আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল ২টা ৩০ মিনিটে দীঘিনালা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত বক্তারা আবরারের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তারা ছাত্র রাজনীতিতে আদর্শিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা ধারণের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইমন, এবং বিভিন্ন শাখা ও ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।








