“খেলনা পিস্তল” দেখিয়ে চাঁদাবাজি! কুষ্টিয়ায় গণধোলাইয়ের পর আটক ‘ডন’ রাজিব
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুরে এক বালু ব্যবসায়ীকে বুক ঠেকিয়ে খেলনা পিস্তল দিয়ে চাঁদা চাইতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ‘ডন’ প্রকৃতির চাঁদাবাজ। জনগণের কাছে গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে জানা যায়, ভীতি ছড়াতে ব্যবহৃত সেই পিস্তলটি ছিল নিছকই একটি খেলনা!
ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালবাড়িয়া বালুরঘাট এলাকায়। আটককৃত চাঁদাবাজ হলেন তালবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে রাজিব ইসলাম (৩২)।
খেলনা পিস্তল, ২০ হাজার টাকার দাবি
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, চাঁদাবাজ রাজিব গত ২ অক্টোবর মিরপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী তালবাড়িয়া বালির ঘাটে বালু ব্যবসায়ী নাসিরের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এরপর সোমবার বিকেলে রাজিব তার ৪-৫ জন সাঙ্গপাঙ্গ নিয়ে নাসিরকে একা পেয়ে ঘিরে ধরে। এ সময় নিজেকে ‘ডন’ প্রমাণ করতে কোমরে গোঁজা পিস্তল বের করে নাসিরকে ভয় দেখাতে থাকেন রাজিব। কিন্তু আসল বিপত্তি বাধে যখন নাসিরের প্রতিবেশী আবু সাঈদ এর প্রতিবাদ করেন। রাজিব তখন আবু সাঈদকেও গুলি করার হুমকি দেন!
তবে এই ভীতি প্রদর্শন বেশিদূর এগোয়নি। রাজিবের এমন বাড়াবাড়ি দেখে মুহূর্তেই স্থানীয় জনতা তাকে জাপটে ধরে। জনরোষে বেধড়ক মারধরের শিকার হন এই ‘খেলনা পিস্তলধারী ডন’।
”পিস্তল নয়, খেলনা!”
মারধরের পর জনতা রাজিবকে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। পুলিশ তার হাতে থাকা পিস্তলটি পরীক্ষা করে চমকে ওঠে। পুলিশ জানায়, পিস্তলটি আসল নয়, বরং পুরোপুরি খেলনা!
ঘটনার পর ভুক্তভোগী বালু ব্যবসায়ী নাসির মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সোমবার তালবাড়িয়ায় জনতার হাতে চাঁদাবাজি করার সময় খেলনা পিস্তলসহ একজন আটক হয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের মন্তব্য, খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজির এমন দুঃসাহসিক প্রচেষ্টা বোধহয় কুষ্টিয়াবাসী এর আগে দেখেনি!








