রামগড়ে ৪৩ বিজিবির বারোতম ‘ছোট ফরিংগা বিওপি’র শুভ উদ্বোধন
নুর আলম শরীফ, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষা জোরদার ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের ১২তম বিওপি হিসেবে “ছোট ফরিংগা বিওপি”র শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে নতুন এই বিওপি উদ্বোধন করেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি।
প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “ছোট ফরিংগা বিওপি উদ্বোধনের মাধ্যমে সীমান্তে অর্পিত দায়িত্বসমূহ আরও দক্ষতা ও সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হবে। এটি মাদক, অবৈধ অস্ত্র পাচার, চোরাচালানসহ সবধরনের সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিজিবি সূত্র জানায়, চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ৫ কিলোমিটার সীমান্ত এলাকা এতদিন নিকটবর্তী বিওপি থেকে কিছুটা দূরবর্তী ছিল। নতুন ছোট ফরিংগা বিওপি চালু হওয়ায় এখন ওই এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রম আরও শক্তিশালী হবে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, গত এক বছরে সীমান্ত নিরাপত্তা জোরদারে ছোট ফরিংগা বিওপিসহ ১০টি নতুন বিওপি সংযোজন করা হয়েছে, যা বিজিবির আভিযানিক সক্ষমতা ও কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এনেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান, পিএসসি, জি; রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তে শান্তি, নিরাপত্তা ও জনআস্থা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন বিওপি উদ্বোধনের মাধ্যমে রামগড় সীমান্তে নিরাপত্তা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।








