গোহালা নদীর ইজারা বাতিল, স্বস্তিতে জেলেরা
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশের ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন।শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত উধুনিয়া গ্রামে গিয়ে ইজারা বাতিলের পাশাপাশি ইজারাদারের কাছ থেকে নেওয়া এক লাখ ৬২ হাজার টাকা ফেরতের নির্দেশ দেন।এর আগে বৃহস্পতিবার মসজিদ কমিটি উন্নয়ন তহবিলের নামে নদীটি ইজারা দিলে শতাধিক জেলে পরিবার জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়ে।বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।ইউএনও বলেন,“নদী সরকারি সম্পদ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি ইজারা দিতে পারে না।”প্রশাসনের এ সিদ্ধান্তে জেলেদের মুখে ফিরেছে হাসি।








