সিরাজগঞ্জের সোনাকান্ত বিলে পদ্মের অপরূপ সৌন্দর্য
সিরাজগঞ্জ প্রতিনিধি:
উল্লাপাড়ার আমডাঙ্গা গ্রামের সোনাকান্ত বিলজুড়ে এখন রাশি রাশি পদ্ম ফুল। প্রায় ৪০ বিঘা জলাভূমিতে লাল, সাদা আর গোলাপি পদ্মে যেন এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয়েছে।
ভোরে ফুটে ওঠা হাজারো পদ্ম দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিলে বাড়ছে ভ্রমণপিয়াসীদের ভিড়। স্থানীয় শিশুরা প্রতিদিন ফুল তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
জমির মালিক আলতাব শেখ জানান, জমি কেউ কিনতে চাইলে তিনি রাজি হননি, কারণ পদ্মভরা এই বিলই তাঁর গর্ব। বিশেষজ্ঞরা বলছেন, জলাশয় ভরাটে দেশজুড়ে পদ্ম কমে গেলেও প্রাকৃতিকভাবে এ বিলে আবারও প্রসার ঘটেছে।








