তাড়াশে ১৫টি কেউটে সাপ পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে একসঙ্গে ১৫টি কালো কেউটে সাপ পিটিয়ে মেরেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাউতা গ্রামের আব্দুল লতিফ হোসেনের বাড়ির ভেতর একটি গর্ত থেকে প্রথমে একটি কেউটে সাপ বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সাপটি দেখা গেলে তিনি গর্তের ভেতরে আরও অনেক সাপ কিলবিল করতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে গ্রামবাসী একত্রিত হয়ে গর্ত খুঁড়ে মোট ১৫টি কেউটে সাপ বের করে পিটিয়ে হত্যা করেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন,”যে কোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত অবস্থায় উদ্ধার করা গেলে আমরা সেগুলোকে নিরাপদ স্থানে ছেড়ে দিতে পারতাম।”
স্থানীয়রা জানান, হঠাৎ বাড়ির ভেতর এতগুলো বিষধর সাপ বের হয়ে আসায় আতঙ্কে তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হন।








