বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

সাতকানিয়ায় বাবার মৃত্যুর ২মাস না পেরোতেই ছেলে হাতে মায়ের উপর নির্যাতন  

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি – চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকায় পিতার মৃত্যুর ২ মাস না যেতেই মাদকাসক্ত ছেলে এবং তার বউয়ের নির্যাতনের শিকার হয়েছেন আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধ মহিলা। নির্মম ভাবে মারধর করেছেন তারই আপন ছেলে।

 

গত সোমবার (২৯ শে সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ ৫ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে।

 

এ বিষয়ে ছেলের বিরুদ্ধে মা বাদী হয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন৷ জানা যায়, ছেলে এবং তার স্ত্রী এক সাথে বৃদ্ধ মায়ের কাছ থেকে, সম্পত্তি ভাগ সহ ২ লাখ টাকার জন্য চাপ দেন। তবে মায়ের কাছে এত টাকা না থাকায়,

মধ্যে রাতে মাকে হত্যার উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর করেন। মায়ের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা।

 

একাধিক সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুই জনেই মাদক বিক্রির সাথে জড়িত। অত্যাচার নির্যাতনের কারনে গত ২ মাস আগে মারা যান তার পিতা। পিতার মৃত্যুর ২ মাস না পেরোতেই শুরু হয় বৃদ্ধ মায়ের উপর নির্যাতন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায়ই সময় আমার ছেলে এবং তার বউ নেশা সেবন করে। এবং বিভিন্ন জায়গায় মাদক বিক্রির সাথে জড়িত। বিষয়টি স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গদের জানালে, তারা দুইজনেই আমাকে মেরে ফেলার হুমকি দেন।এবং আমার বসতবাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে মারা জন্য আসিলে, আমি প্রাণ রক্ষার জন্য পিছনের দরজা দিয়ে বের হয়ে, প্রতিবেশির ঘরে আশ্রয় গ্রহন করি। গত ২ মাস আগে আমার ছেলের নির্যাতনে আমার স্বামী স্টোক করে মারা যান। তারপর থেকে বাড়ি ভিটা সম্পত্তি ভাগ বন্টন সহ ২ লাখ টাকা দাবি করেন। কিন্তু আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, জীবিকা নির্বাহ করি। আমার ছোট সন্তান ছাড়া বাকি ২ ছেলে আমার ভরণপোষণের দায়িত্ব পালন করে না।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ মাস আগে আমার বাবাকে মারধর সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছেন আমার ভাই ও তার স্ত্রী। তাদের নির্যাতনের শিকার হয়ে স্টোক করে আমার বাবা মারা যান। তারপর থেকে সম্পত্তি ভাগ বণ্টন সহ আমার মায়ের কাছ থেকে ২ লাখ টাকা দাবি করেন বাড়ি মেরামত করবে বলে৷ কিন্তু আমার ভাইরা আমার মাকে ভরণপোষণ বন্ধ করে দেন। তাই বাধ্য হয়ে তিনি মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু দুইদিন আগে আমাকে মাকে প্রাণে মারার হুমকি দিয়ে ধারালো অস্ত্র সহ বাড়িতে ডুকে আসবাবপত্র ভাংচুর করে৷ একপর্যায়ে প্রাণ রক্ষার্থে পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়েন সে।

 

স্থানীয়রা জানান, নেশার টাকা জোগাড় করতে না পেরে মায়ের উপর নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুর করে। আনোয়ারা বেগম মানুষের বাড়িতে কাজ করে, এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। এবং সম্পত্তির ভাগ বণ্টন সহ তার কাছ থেকে ২ লাখ টাকা দাবি করেন। এবং তার মাকে এলোপাতাড়ি ভাবে চড়,থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর