জয়পুরহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী।
এসময় তিনি বলেন,
বিএনপি হচ্ছে গণমানুষের দল তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের প্রত্যক্ষ ভোটে সরকার গঠন করতে চায়, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জয়পুরহাট জেলার প্রতিটি পূজামণ্ডপ এবং শ্মশানের সমস্যা সমাধানের করা হবে।
প্রতিটি কৃষি পরিবারকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় সে রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু কিছু দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিভিন্ন ইসু তৈরি করার চেষ্টা করছে তাই আমরা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছি ব্যালটের মাধ্যমে সঠিক জবাব দিতে।
তার সাথে সফরসঙ্গী ছিলেন,সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য ফজলে কাদের সোহেল, এ সময় আরো স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।








