কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুরে কলেজ শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে সচেতনতামূলক সেমিনার ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে কলেজের একাদশ প্রথম বর্ষের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আমলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ জ ম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বগুড়া টিএমএসএস ক্যান্সার সেন্টারের সহকারী অধ্যাপক টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তৌছিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হামিদুল্লাহ সুমন সাঈদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনার শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা বাবুল লুবা।
প্রসঙ্গত, টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তৌছিফুর রহমান ব্যক্তিগত উদ্যগে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও প্রশ্নোত্ত অনুষ্ঠান করেন।








