লংগদুতে ব্র্যাকের “Quarterly Community Development Officer’s (CDO) Meeting 2025” অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে বেসরকারি সংস্থা BRAC (ব্র্যাক) কর্তৃক Quarterly Community Development Officer’s (CDO) Meeting 2025” অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা ব্র্যাকের লংগদু এরিয়া ম্যানেজার মোঃ রাজু আহমেদ এর সভাপতিত্ত্বে উক্ত “Quarterly Community Development Officer’s (CDO) Meeting 2025” এ উপস্থিত ছিলেন ব্র্যাকের লংগদু ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বেলাল হোসেন, গুলশাখালী ব্রাঞ্চ ম্যানেজার সাগর কান্তি দে, বরকল ব্রাঞ্চ ম্যানেজার সুবাস তালুকদার ও দীঘিনালা ব্রাঞ্চ ম্যানেজার সাহেলি চাকমা সহ BRAC এর লংগদু উপজেলা, বরকল উপজেলা ও দীঘিনালা উপজেলার অন্যান্য কর্মকর্তা/কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








