বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

কুষ্টিয়ায় ৪ ভাইয়ের বাড়িতে ডাকাতি 

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামে ৪ ভাইয়ের বাড়ি দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিকার টাকার সম্পদ লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভাটইমাঠ কালু সর্দারের পাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটেছে।

ডাকাতি হওয়া পরিবার ও স্থানীয় সূত্র জানায় ওইদিন গভীর রাতে ২০-২৫ জনের তরুণ বয়সী সশস্ত্র ডাকাত ভাটইমাঠ কালু সর্দারের পাড়ায় মৃত বাঁকী বিশ্বাসের ছেলে জয়নুল বিশ্বস (৪৫), মাসুদ বিশ্বাস (৪২), মুক্তা বিশ্বাস (৩৮) ও আনারুল বিশ্বাসের (৩৫) বাড়িতে টিনের বেড়া ভেঙে প্রবেশ করে। এসময় ডাকাত দল ৪ বাড়ির গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। বাড়ির লোকজন ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের বেধড়ক মারপিট করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও রৌপ্যসহ ৫ লক্ষাধিক টাকার সম্পাদ লুট করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। তবে চলে যাওয়ার সময় ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ বা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে যায়। ডাকাতির শিকার ৪ ভাই ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি কৃষিকাজও করে থাকেন।

ভুক্তভোগী মাসুদ বিশ্বাস জানান, ২০-২৫ বছর বয়সী ২০-২৫ জন ডাকাত দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ৪ ভাইয়ের বাড়িতে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির নারী-পুরুষ সকলকে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। এসময় ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করা হলে তারা বাড়ির লোকজনকে মারপিট গুলি করে হত্যার হুমকি দেয়। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণ ও রৌপ্যের অলংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। তারা যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ির না করার জন্য হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

৪ ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি সেলাইমান শেখ জানান, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর