বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

গফরগাঁওয়ে ভিজিডি কার্ডের চাল বিতরণের টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

রাকিবুল হাসান আহাদঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা লংগাইর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়নের লংগাইর গ্রামের বাসিন্দা মোছাঃ শিরিনা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে বলা হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধীনে কার্ড নং ০৭৭ ভিডব্লিউবি হিসাব নাম্বার করা নাই। সেপ্টেম্বর ২০২৪ হইতে অক্টোবর ২০২৪ বিজিডি চাল বিতরণের সময় মাসিক সঞ্চয় ২০০ শত টাকা করে, ৪০০ শত টাকা সঞ্চয় জমা দিলেও এনজিও কর্মী মোঃ জাকির হোসেন ২০০ শত টাকা কার্ডে জমা করেন। একই ভাবে নভেম্বর ২০২৪ হইতে ডিসেম্বার ২০২৪ মাসে ৪০০ শত টাকার জায়গায় জালিয়াতি করে ২০০ টাকা জমা করেন। প্রতি মাস থেকে ভিজিডি কার্ডের চাল উত্তোলনের নামে তার কাছ থেকে নিয়মিত টাকা নেন। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা করে মোট ৯০০ টাকা এবং ডিসেম্বর মাসে ৫০০ টাকা দাবি করেন। পরবর্তীতে আরও ৪০০ টাকা হাতিয়ে নেন বলেও উল্লেখ করেছেন ভুক্তভোগী।

 

এধরণের ভিডব্লিউবি কার্ডের ভুক্তভোগী যারা অভিযোগ করেছেন, আংশিক তুলে ধরা হলোঃ- সুমি খাতুন ০৬৮, মোছাঃ শামীমা ৬৫, মোছাঃ মাসতুরা কার্ডের সিরিয়াল নাম্বার নেই কিন্তু আইডি নাম্বার ৬৮৭৯১৩১৩৫৪, মোছাঃ বিথী ০৬৬, মোছাঃ মাজেদা খাতুন ০৬৯, মোছাঃ পারুল ১১৮, মোছাঃ বেদেনা ১১৬, মোছাঃ সালমা ০০৬ ও মোছাঃ মাকসুদা ০১০ নাম্বার বইগুলোতে সঞ্চয় দুই জায়গায় ৪০০ টাকা করে লিখে কেটে দিয়ে আবার ২০০ টাকা লিখেন “অংক ও কথায়”। সঞ্চয় বইয়ে গড়মিল থাকায় ভুক্তভোগীদের সন্দেহ হয় বলে জানায়।

 

উপজেলায় ভিডব্লিউবি কার্ড বিজিডি২৫০২টি। প্রতি কার্ডে ৬০০ টাকা করে বেশি নিয়ে ১৫০১২০০ টাকা ২ বছরে ৩,০০২,৪০০ টাকা নিজের পকেট ভারী করে বলে জানা যায়।

 

মোছাঃ শিরিনা অভিযোগে জানান, তিনি ইউপি সদস্যের কথামতো চাল উত্তোলনের জন্য টাকা দিলেও প্রকৃত চাল পাননি। বরং নিয়মিতভাবে টাকা আদায় করে তাকে হয়রানি করা হয়েছে।

 

এবিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার ও এনজিও কর্মী জাকির হোসেনকে একাধিক বার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

 

এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর