বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

পানির সংকটে ক্ষুব্ধ লালমোহন পৌরসভা নাগরিকরা 

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

ইউসুফ আহমেদ, ভোলা:

ভোলার লালমোহন পৌরসভার সরবরাহকৃত পানির সংকট তীব্র রূপ ধারণ করেছে। অধিকাংশ বাসা-বাড়িতে পানি পাচ্ছেন না নাগরিকরা। পৌরসভায় ৭টি ভূগর্ভস্থ পানির পাম্প থাকলেও তার মধ্যে অচল ৫টি। বাকি দুইটির অবস্থাও চরম নাজুক। ঠিকমতো পানি না পেলেও বিল পাচ্ছেন অনেক গ্রাহক। এতে ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা। পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও এখনো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না নাগরিকরা।

লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শিবলু জানান, এক মাসের মতো পৌরসভার পানি ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তবে পানির বিল ঠিকমতো পাচ্ছি। বিষয়টি পৌরসভায় বার বার জানানোর পরেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে করে পানির জন্য ব্যাপক দুর্ভোগে পড়ছি।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার কটেজের বাসিন্দা সোয়েব মেজবাহ উদ্দিন বলেন, গত এক মাস ধরে বাসায় পৌরসভার পানি পাচ্ছি না। কয়েকবার বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান পাইনি। পৌরসভার পানি না পেয়ে এখন বাসায় পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে। সংশ্লিষ্টদের কাছে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।

জানা গেছে, লালমোহন পৌরসভায় ৭টি ভূগর্ভস্থ পানির পাম্প রয়েছে। এগুলোর ৫টিই বিকল, দুইটি কোনো রকমে চলছে। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে স্থাপন করা হয় এসব পাম্প। এর একটিও পৌরসভার অর্থায়নে বসানো হয়নি। ৫টি জনস্বাস্থ্য অধিদফতর থেকে বসানো হয়েছে, আর দুইটি দাতা সংস্থা বিএমডিএফের অর্থায়নে ২০০৭-২০০৮ অর্থবছরে বসানো হয়েছে নাগরিকদের সুপেয় পানি সুবিধা নিশ্চিতের লক্ষ্যে। বর্তমানে পৌরসভায় পানির গ্রাহক রয়েছেন অন্তত চারশত।

লালমোহন পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওয়াটার সুপার মো. কামাল হোসেন বলেন, আমাদের বেশ কয়েকটি পানির পাম্প নষ্ট হয়ে গেছে। বর্তমানে দুইটি পাম্প দিয়ে গ্রাহকদের পানি সরবরাহ করতে হচ্ছে। এ জন্য কিছু কিছু এলাকার গ্রাহকরা ঠিকমতো পানি পাচ্ছেন না। আমরা এই সমস্যা সমাধানের জন্য কাজ করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ বলেন, নষ্ট পাম্পগুলোর মধ্যে কয়েকটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি আগামী কয়েকদিনের ভেতর অন্তত চারটি পানির পাম্প মেরামত করা সম্ভব হবে। এরপর গ্রাহকদের পানির এ সংকট আর থাকবে না। এছাড়া এই সমস্যা সমাধানের জন্য কেউ কেউ বলছেন ওয়াটার ট্রিটমেন্ট প্লানের কথা। এটি অনেক বড় প্রকল্প। যা এখানে সম্ভব নাও হতে পারে। তবে মন্ত্রণালয় থেকে প্রকৌশলী টিম এসে পরিদর্শন করবেন। এরপর নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য কী পদক্ষেপ নিতে হবে তারা তা জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর