সলঙ্গায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি দেয়ার লক্ষ্যে প্রার্থী যাচাই-বাছাই অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি দেয়ার লক্ষ্যে প্রার্থী যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সলঙ্গা বাজার অডিটোরিয়ামে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রঞ্জু মুন্সির সঞ্চালনায় প্রার্থী যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১৬ বছর যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলুমের শিকার হয়েছে সে সকল নেতাকর্মীদের কমিটিতে রাখা হবে তিনি আরও বলেন, যারা আওয়ামীলীগের সাথে আঁতাত করে চলেছে তাদেরকে কমিটিতে রাখা হবে না ।
এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক, আরিফুল ইসলাম লিখন, সুলতান মাহমুদ , শামিম হোসেন ঠান্ডু, সদস্য আরিফুল ইসলাম। রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুগ্ন আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থী সহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।








