খাগড়াছড়ি সরকারি কলেজে জমি দখলের চেষ্টা ব্যর্থ, শিক্ষার্থীদের প্রতিরোধ
মোঃ হাচান আল মামুন
দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ:
খাগড়াছড়ি সরকারি কলেজের জমি দখল করে দোকানপাট নির্মাণের অপচেষ্টা ব্যর্থ করেছে কলেজের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. কবির হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দখলদারদের এলাকা থেকে সরে যেতে বাধ্য করে। পরে তারা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে খাগড়াছড়ি মুক্ত মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “খাগড়াছড়ি সরকারি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি জেলার গর্ব। এই গর্ব নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।” তারা আরও দাবি জানান, কলেজের জমি দখলমুক্ত রাখতে হবে এবং কলেজের সামনে কোনো দোকান বা অবৈধ গাড়ি পার্কিং চলবে না।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ যদি কলেজের জমি দখলের চেষ্টা করে তবে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।








