গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে লংগদু জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় লংগদু জোন অর্ডিটোরিয়ামে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোরশেদ, এসপিপি, পিএসসি’র সভাপতিত্বে ও উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদমাধ্যম কর্মীগণ।
এসময় জোন অধিনায়ক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র যাতে লংগদু উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখাসহ মাদক দ্রব্য , চাঁদাবাজির বিরুদ্ধে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান।








