দীঘিনালায় প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধিত সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যতীন্দ্র লাল ধামাই, সাধারণ সম্পাদক গুলজার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শান্তিময় ত্রিপুরা।
বর্ধিত সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের কল্যাণ ও সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।








