বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ লংগদু জোনের
মোঃ এরশাদ আলী ,লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের পাঁচ শতাধিক মানুষের মাঝে রান্নাকরা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী, লংগদু জোন।
সোমবার(১১ আগস্ট) সকাল থেকে লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি ;পিএসসি উপস্থিত থেকে দ্বিতীয় দিনের মতো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সকালে উপজেলার কালাপাকুইজ্যা, মাইনীমুখ ইউনিয়নের বড়কলোনী, এফআইডিসি টিলা, শেখপাড়া, জারুল বাগান এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বাংলাদেশ সেনাবাহিনী ।
এরপর দুপুরের দিকে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ হাইস্কুল ও লংগদু সরকারী উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৮০ পরিবারের তিন শতাধিক সদস্যর মাঝেও রান্না করা খাবার ভাত, মুরগীর গোস্ত, ডাল সহ প্রয়োজনীয় খাবার বিতরণ করেন লংগদু জোন।
এসময়ে অত্র জোনের মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লেফটেন্যান্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে । পাহাড়ের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষের জান মাল রক্ষায় সেনাবাহিনী সর্বদা এগিয়ে রয়েছেন। সেনবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে বলে জানান তিনি।








