লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পিসিসিপি’র শুকনো খাবার ও ঔষধ বিতরণ
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রয় কেন্দ্রে ৩০টি পরিবারের মাঝে লংগদু উপজেলা পিসিসিপি’র উদ্যোগে শুকনা খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।
১০ আগস্ট (রবিবার) বিকেলে উপজেলার মাইনীমুখ হাইস্কুলে আশ্রয় কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ টি ফ্যামিলির মাঝে শুকনা খাবার ও ঔষধ বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা সভাপতি মোহাম্মদ সুমন তালুকদারের সভাপতিত্বে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ রেজা, লংগদু সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হৃদয়, মাইনীমুখ ইউনিয়ন সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ ও আটারকছড়া ইউনিয়ন সহ-সভাপতি মোহাম্মদ রায়হান মল্লিক সহ পিসিসিপি’র উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








