কুষ্টিয়ায় জুলাই বিপ্লব উপলক্ষে র্যালি
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে কুষ্টিয়ায় পালিত হলো ‘জুলাই বিপ্লব বর্ষপূর্তি, স্মরণসভা ও র্যালি’।
মঙ্গলবার ৩৬ জুলাই (৫ আগস্ট), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপ্লবী শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের দেখানো পথে চলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ময়ুর চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শহীদ চত্বর ও বক চত্বর প্রদক্ষিণ করে র্যালিটি মজমপুর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার, পোস্টার, স্লোগানের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুরো শহরজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ। তিনি বলেন,
জুলাই বিপ্লবের মূল হিরো শহীদরা চেয়েছিলেন একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ। তারা স্বপ্ন দেখেছিলেন একটি বাংলাদেশ, যেখানে থাকবে না দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ বা দমন-পীড়ন। আজ আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের শপথ নিই।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিজয়ের পর আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা, নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত হবে।”
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফেজ সেলিম রেজা, কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি ইমরান হুসাইন এবং বর্তমান জেলা সভাপতি জাহাঙ্গীর আলম।
বক্তারা শহীদদের স্মরণ করে বলেন, নতুন প্রজন্মকে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে আসতে হবে একটি সুন্দর, শোষণমুক্ত বাংলাদেশ গঠনের আন্দোলনে।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








