লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গণ মিছিল ও আলোচনা
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলার বাইট্টাপাড়া বাজার থেকে একটি গণমিছিল লংগদু উপজেলা চত্ত্বর ঘুরে বাইট্টাপাড়া বাজারের মোড়ে এসে পথে সভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন লংগদু উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে হাফেজ আবদুল মতিন, মাওলানা জুবাইদুল হাসান, মুফতি মাওলানা আব্দুল মান্নান, মুফতি মাওলানা ওবায়দুল্লাহ আহরার মোঃ ইয়াছিন আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পথসভায় বক্তরা বলেন, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা প্রতিবাদে জুলাই বিপ্লবের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার বিচার আরম্ভ হয়নি। আগামী নির্বাচনে পিএলের পদ্ধতিতে নির্বাচনে জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে শায়খে চরমোনাই এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিতে আহবান জানান বক্তারা।








