কুষ্টিয়ায় জেলা রাজস্ব কমিটির মাসিক সভা
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় জেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমান সভাপতিত্বে সভায় জেলার কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, ভুসম্পত্তি জবরদখল সম্পর্কিত অভিযোগ, আশ্রয়ণ-২ প্রকল্পের অগ্রগতি ও ব্যবস্থাপনা, পরিবেশ ও বন উন্নয়ন, জালনোট প্রতিরোধ এবং কৃষি ঋণ প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, “জনস্বার্থে রাজস্ব ব্যবস্থাপনার প্রতিটি বিষয় স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে যেন জনগণ এর সুফল পায়।” সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কাজ ও সমস্যাসমূহ তুলে ধরেন এবং সমাধানের জন্য প্রস্তাবনা দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমাম হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ জামান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তানাজমুল ইসলাম, কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনসহ সভায় জেলার রাজস্ব সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।








