কুষ্টিয়ায় আদা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে আদা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মিরপুর উপজেলার নওদাখাড়ারা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন আদা একটি গুরুত্বপূর্ণ মসলা জাতীয় ফসল। আমাদের দেশের চাহিদা তুলনায় আদার উৎপাদন নগন্য।বস্তায় আদা চাষ করে অনেক কৃষক লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে খরচ কম এবং অল্প জায়গায় বেশি আদা উৎপাদন করা যায়। তাই দেশে চাহিদা পূরণ ও নিজেদের সাবলম্বী করে গড়ে তোলা এবং জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখতে বেশি বেশি করে বস্তায় আদা চাষের জন্য উদ্যাত্ব আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম হারছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী প্রমুখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ময়নুল ইসলাম রাজিবের পরিচালনায় মাঠ দিবসে বারি আদা-২ চাষ করে সাবলম্বী তরুণ উদ্যোক্তা হিসনা এগ্রো ফুডের প্রোপাইটার আব্দুর রহমান সোহাগ বক্তব্য রাখেন।








