কুষ্টিয়ায় বেতন-ভাতার দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়া পৌরসভার বেতন ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কর্মবিরতিতে নেমেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর ভবনের মূল ফটকের সামনে ময়লার স্তূপ ফেলে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারী কর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় বর্তমানে প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতা কর্মী দৈনিক হাজিরাভিত্তিক চুক্তিতে কাজ করছেন। প্রতিদিন তাদের ২৭৫ টাকা করে হাজিরা দেওয়া হয়, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অপ্রতুল। তাদের মতে, একজন দিনমজুরকেও এখন অন্তত ৫০০ টাকা দিতে হয়। বহুবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ এখনো সে বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।
রহমান (ছদ্দনাম) নামে একজন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছি। আগেও পৌর কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা পৌর ফটকের সামনে ময়লা ফেলে প্রতিবাদ করছি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “বিষয়টি মূলত ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। জুলাই মাস থেকেই পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে কাজ চলছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যেই তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।”








