লংগদুতে এসএসসির পাশের হার ৩৮.৭৮℅ দাখিলে পাশের হার ৭৮.০৭℅
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিপর্যয়ে কবলে পড়েছে রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। এবারের ফলাফলে লংগদু উপজেলার এসএসসির পাশের হার ৩৮.৭৮℅ এসএসসি (ভোকেশনাল) পাশের হার ৯৬.৭৭ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার পাশের হার ৭৮.০৭℅ এ উপজেলায় জিপিএ ৫+ পেয়েছে ০৭ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফলাফল প্রকাশ করে। চলতি বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম। এবারে উপজেলার ১১টি স্কুলের ফলাফলে দেখা যায় ভাইবোনছড়া আইডিয়াল মডেল স্কুল থেকে ২২ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৭ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৭৭.২৭℅, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬১ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৭৪.৩৯℅ কাট্টলী হাই স্কুল থেকে ৩৯জন পরীক্ষায় অংশ নিয়ে ১৯ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৪৮.৭২℅, উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪২ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৪৮.২৮℅ লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৪ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ১৯.৭২℅ লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ১২ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৩৪.২৯℅ মাইনীমুখ মডেল হাইস্কুল থেকে ১০৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৮ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ২৫.৬৯℅ ভাসান্যা আদম ইসলামী উচ্চ বিদ্যালয় থেকে ১১২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৯ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ২৫.৮৯℅ গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩১ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৪৩.০৬℅ করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় থেকে ৮৮জন পরীক্ষায় অংশ নিয়ে ৪২ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৪৭.৭৩℅ এবং কালাপাকুইজ্যা সেনা মৈত্রী স্কুল থেকে ৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে ১১ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ১৫.২৮℅ এসএসসি ভোকেশনালে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৬২ জন পরীক্ষা অংশ গ্রহণ করে ৬০ জন পাশ করেছে, পাশের হার ৯৬.৭৭℅
অপরদিকে উপজেলার মাইনীমুখ ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৫৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১জন এ+ সহ ৩৮ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৭১.৭০℅ গাঁথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা থেকে ৩৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ এ+ সহ ৩৩ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৯১.৬৬℅ এবং পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা থেকে ২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৭২.০%
এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের এমন পরিস্থিতির জন্য দূর্গম পাহাড়ি এলাকার প্রতিষ্ঠান সমূহের শিক্ষক সংকট, পর্যাপ্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্তিকে দায়ী করছেন অনেকেই।
শিক্ষকদের মতে করোনা পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থায় পাঠ্য৷ বিষয়ে শিক্ষার্থীদের অমনোযোগীতার কারণ হিসেবে দেখছেন।








