বগুড়ায় বাদীকে মামলা উঠাইয়া নেওয়ার জন্য বিবাদীর হুমকি থানায় সাধারণ ডাইরী
সারিয়াকান্দি(বগুড়া)
বগুড়া সারিয়াকান্দি কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের সুলতান সরকার বাদী হয়ে বিবাদী ইউনুস প্রধানের বিরুদ্ধে ২৫/০৬/২৫ ইং তারিখে থানায় সাধারণ ডাইরী করেন।
ডাইরীতে উল্লেখ করেন, আমি ইউনুস প্রধানের বিরুদ্ধে আমার জমি সংক্রান্ত কারণে সারিয়াকান্দি সহকারী জজ কোর্ট বগুড়ায় ১১/২১ (বন্টন) ও বিজ্ঞ সিনিয়র জুডিঃ ম্যাজিস্ট্রেট সারিয়াকান্দি আমলী আদালতে মামলা হয় যাহার নং ৪২৯/২৪। এই মামলা গুলোর কারণে বড়ইকান্দি তৈবরের দোকানের সামনে গত ২২/০৬/২৫ ইং সন্ধা অনুমান ৬.৩০ টায় বড়ইকান্দি বিবাদী আমাকে পূর্ব শত্রুতার কারণে ডেকে নিয়ে বলে, তাদের বিরুদ্ধে মামলা গুলো যদি উঠাইয়া না নেওয়া হয় তাহলে আমাকে হত্যা করে নদীতে ভাসাইয়া দিবে। এক পর্যায়ে আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। যার ফলে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি । সুযোগ পাইলে পরিবারকে বিভিন্ন ভাবে ক্ষতির সম্মুখিন হতে পারি। আমার দুই মামলার জিআর ১১৮/২০২৩ (সারিয়া) ও ৪২৯/২০২৪ (সারিয়া) স্বাক্ষী রেন্টু মন্ডল পিবিআই অফিসে স্বাক্ষ্য দেওয়ায় আমার বিবাদী তাকে ও লোকজন নিয়ে রাস্তার মাঝে গাড়ি আটকিয়ে হুমকি ধামকি প্রদান করে বলে, আমাকে কুপিয়ে হত্যা করিবে। আমাকে ট্রাক চাপা দিয়ে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিবে। একপর্যায়ে রাস্তায় চলাচলের লোকজন আসিলে বিবাদী পুনরায় খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। যার ফলে আমার স্বাক্ষী ও বিবাদীর বিরুদ্ধে ০৫/০৭/২৫ ইং তারিখে থানায় সাধারণ ডাইরী করে।
সারিয়াকান্দি থানার এ এস আই জুয়েল রানাকে একাধিকবার ফোন দিয়ে ও পাওয়া যায় নাই।








