দীঘিনালায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী উৎসব
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধি
সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালায়ও উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় জগন্নাথ , বলরাম ও সুভদ্রা ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব।
গত ২৭ জুন ২০২৫, শুক্রবার ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রতিদিন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কীর্তন, পূজা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ।
৫ জুলাই শনিবার, সকাল থেকে পূজা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমের পর বিকেলে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা ও শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উল্টো রথযাত্রায় শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও ভক্তগণ অংশগ্রহণ করেন। দীঘিনালা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে রথযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দিরে এসে শেষ হয়।
সনাতন ধর্মমতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা ঈশ্বর। তার কৃপা লাভে মানুষের মোক্ষলাভ ঘটে। এই বিশ্বাস থেকেই শতাব্দী ধরে হিন্দু সম্প্রদায় রথের মাধ্যমে দেবতাকে গমন ও প্রত্যাবর্তন করিয়ে পূজা করে আসছে।
রথযাত্রা উৎসব ভারতীয় উপমহাদেশের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, যা বাংলাদেশেও অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়।








