বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

লোহাগাড়ায় যৌথ অভিযানে মাদকসহ আটক- ২

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

 

শুক্রবার(২৭ জুন) রাত সোয়া ১১ টার সময় লোহাগাড়া থানাধীন ০৩নং পদুয়া ইউপিস্থ মাষ্টারপাড়া গ্রামের জনৈক আব্দুল সবুর-এর বসত বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ০১। মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫), সে চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলার চিব্বাড়ি করইয়ানগর মিঁয়াচান পাড়ার নওশা মিয়ার পুত্র। অপর আসামী হলেন- ২। মোঃ রিদোয়ান (২৪), সে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাষ্টার পাড়ার মোঃ আব্বাস মিয়ার পুত্র, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আলমগীর মিয়া(২৩) নামের অপরজন কারবারি পালিয়ে যায়।

 

এ সময় তাদের কাছ থেকে ১শত এক পিস হালকা গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড oppo A15s মোবাইল সেট, ১টি বাটন symphony মোবাইল সেট, ১টি বাটন nokia মোবাইল সেট, মাদক বিক্রির সর্বমোট-৮ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।

 

সেনাবাহিনী সুত্রে জানা যায়, পদুয়া এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ এর নেতৃত্বে অন্যান্য সেনা সদস্যের একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশসহ লোহাগাড়া থানাধীন ৩নং পদুয়া ইউনিয়ন এর মাষ্টারপাড়া গ্রামে জনৈক আব্দুল সবুর-এর বসত বাড়ীর সামনে রাস্তার উপর যৌথ অভিযানে চালানো হয়, সেনা বাহিনী ও পুলিশের যৌথ টিম উপস্থিত হলে ৩জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ এবং সেনাবাহিনীসহ আসামী ০১। মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫) ২। মোঃ রিদোয়ান (২৪) দ্বয়কে হেফাজতে গ্রহন করি।কিন্তু অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখ ধৃত আসামী মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত শার্টের সামনে বাম পকেটে থাকা নীল রঙের পলি প্যাকের ভিতর রক্ষিত ছোট ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস হালকা গোলাপী রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করতঃ ২৮ জুন শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর