লংগদুতে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিতি ৮ জন
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
সারা দেশের মতো রাঙ্গামাটির লংগদুতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও আলিম পরীক্ষা ২০২৫ আজ ২৬জুন বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় লংগদু সরকারি মডেল কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৮ শিক্ষার্থী।
২৬ জুন (বুধবার) সারা দেশের মতো রাঙ্গামাটির লংগদু উপজেলার দুটি কলেজ ও একটি মাদ্রাসার এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। এতে লংগদু সরকারি মডেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি ৮ শিক্ষার্থী। যার মধ্যে আলিম পরীক্ষায় মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ১ জন, এইচএসসি পরীক্ষায় লংগদু সরকারি মডেল কলেজের ৫ জন ও গুলশাখালী বর্ডার গার্ড কলেজের ২ জন শিক্ষার্থী প্রথমদিনের বাংলা প্রথমপত্রে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।
লংগদু সরকারি মডেল কলেজ পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা ও অধ্যক্ষ (ভা:) আজগর আলী জানান, এবারের এইচএসসি পরীক্ষায় লংগদু সরকারি মডেল কলেজ কেন্দ্র থেকে মোট ৩৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে আলিম পরীক্ষার্থী ২৯ ও এইচএসসি পরীক্ষার্থী ৩৩৯ জন রয়েছে।
প্রথম দিনের পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি ছিল সুষ্ঠু ও স্বাভাবিক এবং নকল মুক্ত ।
সারা দেশে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করছে।








