লংগদুতে স্কাউট কাব কার্নিভাল -২০২৫ অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন (সোমবার) সকালে লংগদু উপজেলা পরিষদ মাঠে স্কাউট কাব প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম,
রাংগামাটি জেলা রোভার সম্পাদক ( জেলা প্রতিনিধি) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রন্জন চাকমা, মাইনীমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর রফিকুন্নেছা চৌধুরী, বাংলাদেশ স্কাউটস লংগদু উপজেলা কমিশনার সুনীতি চাকমা, বাংলাদেশ স্কাউটস লংগদু উপজেলা সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ্য।
বাংলাদেশ স্কাউটস লংগদু উপজেলা সহকারী কমিশনার মোমিনুল হক ও স্কাউট লিডার সুলতান আহমদ এর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক ও ১৮০ জন শিক্ষার্থী স্কাউট দলের সদস্যরা অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সচেতনতায় ভূমিকা রাখতে সক্ষম হবে। স্কাউটিং একজন শিশুকে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক। এধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময়ে উপজেলা পরিষদ মাঠে স্কাউটদের অংশ গ্রহণে মিলন মেলায় পরিনত হয়।








