বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
জেলা প্রতিনিধি ( চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার মে ২০২৫ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘ক’ শ্রেণীতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম।
একই সাথে বাঁশখালী থানা থেকে আরও চারজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
তারা হলেন: এএসআই লুৎফুর রহমান – শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, এসআই জামাল হোসেন – শ্রেষ্ঠ অস্ত্র ও মাদক উদ্ধারকারী, এসআই রুবেল চন্দ্র সিংহ – সিডিএমএস-এ শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী কর্মকর্তা।
শনিবার (২১ জুন) অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ ধরনের সম্মাননা বাঁশখালী থানার সার্বিক কর্মদক্ষতার প্রমাণ। থানার পক্ষ থেকে পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।








