সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক সহিংসতা প্রতিরোধে লংগদু জোনের কর্মশালা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে স্থানীয় গণ্যমান্য ও প্রশাসনের অংশ গ্রহণে সামাজিক বিশৃঙ্খলা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন (মঙ্গলবার) সকাল ১১ টায় লংগদু জোনের বিনোদন কক্ষে এই কর্অমশালা অনুষ্ঠিত হয়।
লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোর্শেদ এসপিপি; পিএসসি’র সভাপতিত্বে এবং উপঅধিনায়ক মেজর মারুফ এর পরিচালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন করেন লংগদু থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, মাওলানা মোঃ আমিনুর রশীদ পটিয়াবী, লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি সহ প্রমুখ।
এসময়ে অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
অফিসার্স ইনচার্জ বলেন, গত মাসে লংগদু থানায় ৪টি মামলা রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অল্প বয়সী মেয়েদের বিয়ে ও বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক সহিংসতা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে পারিবারিক ও ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে আহবান জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক ভাবে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি পরিবারকে সন্তানের চলাফেরার প্রতি লক্ষ্য রাখতে হবে।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোর্শেদ এসপিপি ; পিএসসি বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় ভাবে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসনের ভূমিকা তুলে ধরে তিনি।
পরিশেষে অত্র এলাকার সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে প্রশাসনকে সহযোগিতা করায় আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।








