কয়েকদিনের ভাপসা গরমের পর সলঙ্গায় স্বস্তির বৃষ্টি
মোঃ আখতার হোসেন হিরন :
কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাকাল সিরাগঞ্জের সলঙ্গা অঞ্চলের সাধারণ মানুষ,পশুপাখি ও জীবজন্তু। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে ভুগতে হয়েছে সলঙ্গা অঞ্চলের সাধারণ মানুষদেরকে। গতকাল রবিবার দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে সলঙ্গাবাসীর মধ্যে।
সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল সলঙ্গার আকাশ। তবে ভ্যাপসা গরমে ছিল নাভিশ্বাস অবস্থা। দুপুর ১২টার পর থেকে কালো মেঘ জমে আকাশে। দুপুর ২টার পর থেকে শুরু হয় বৃষ্টি। সিরাজগঞ্জের রায়গঞ্জ,তাড়াশ,সলঙ্গা,উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে।








