ধামইরহাটে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যহত
মোঃউজ্জল হোসেন
ধামইরহাট(উপজেলা)প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা অব্যহত দেখা গেছে। ৭ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। দেখা গেছে ঈদের পরের দিন ৮জুন ১নং ধামইরহাট মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গর্ভকালীন সেবা,প্রসব সেবা,প্রসব পরবর্তী সেবা,সাধারন স্বাস্থ্য সেবা,কিশোর -কিশোরী সেবাসহ অন্যন্য সকল জরুরী সেবা সমূহ চালু রাখা হয়। পরিবার কল্যান পরিদর্শিকা,উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার, ফার্মাসিষ্ট ও অন্যান্য স্টাফগন এই সেবা প্রদান করেন।ধামইরহাট উপজেলা পরিবার কল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নওগাঁ উপ-পরিচালক গোলাম মোঃ আজমের সার্বিক তত্তাবধানে উপজলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে জরুরী সেবা কার্যক্রম চালু রাখা হয়। সেবা গ্রহীতা বেনীদুয়ার গ্রামের মিগদাদ হোসেনের গর্ভবতী স্ত্রী কানিজ ফারজানা বলেন, ঈদের ছুটি ত্যাগ করে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগনের জরুরী সেবা পেয়ে আমি মুগ্ধ ও আনন্দিত। ইসবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা পেয়ে পোড়ানগর গ্রামের আমিনুরের স্ত্রী আসমা খাতুন ছুটির দিনে বিপদ মুহুর্তে গর্ভকালীন সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন। ইসবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা নুরুন্নাহার বেগমের
নিকট ছুটির দিনে কাজের অনুভূতি জানতে চাইলে বলেন,কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক রোগীদের সেবার মাধ্যমে আমরা আনন্দ খুঁজে পেয়েছি।








