বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক কামাল হোসেন
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে পেশাগত সাংবাদিকতায় উত্তির্ন হয়ে সনদ পেলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কামাল হোসেন। গত ১৫ মে বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ প্রেস কাউন্সিল তোপখানা রোড সেগুনবাগিচা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন -বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সফল বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। ওই কর্মশালা ও সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন। তার মধ্যে সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে ওই ক্লাবের ২ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন। তারা হলেন যশোর জেলার অভয়নগর উপজেলার জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর প্রতিনিধি ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কামাল হোসেন ও ঢাকা জেলার দৈনিক মাতৃজগৎ পত্রিকার বিশেষ প্রতিনিধি কে. জি আবু আনসারী (জয়ন)। পরে সঠিকভাবে প্রশিক্ষণে পেশাগত সাংবাদিকতায় উত্তির্ন হওয়ায় সাংবাদিক কামাল হোসেনের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এসময় ওই মিলনায়তনে দেশের বিভিন্ন সাংবাদিকসহ সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।








