রাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি-
“মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ই মে (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ নেওয়াজ এর সঞ্চালনায় ও উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ ।
এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের পরিচালক মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইসরাফিল সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনটি প্রধান উপাদান অপরিহার্য—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও দায়িত্ববোধ থাকলে একটি কার্যকর ও সমতাভিত্তিক। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। তাই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।
শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জন ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
এসময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীূের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় ।








