স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তারাই খুন গুমের স্বীকার হয়েছে
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলা কুর্শা ইউনিয়ন বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুর্শা কেএনবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম বলেন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তারাই জেল, জুলুম, খুন ও গুমের স্বীকার হয়েছে। শেখ মুজিব গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাকশাল ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল উন্নয়নমূখী আর হাসিনা ছিল অত্যাচারী। যার কারণে আন্দোলনের মুখে হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা’র আমলে ২০১৪ সালে বিনা ভোটে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে বার বার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আওয়ামীলীগ সম্পর্কে তিনি বলেন, আওয়াামী লীগ একটি মানবতাবিরোধী দল। গণহত্যার সঙ্গে তারা শুরু থেকেই জড়িত। স্বৈরাচার শেখ হাসিনা পরিকল্পিতভাবে ছাত্র-জনতা সহ বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে প্রশাসন দিয়ে গুম করেছেন। তার আমলে হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গত্ব বরণ করতে হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনাসহ আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মকবুল হোসেন ডিলারকে সভাপতি, তোফাজ্জেল হোসেন লালু ও আব্দুল খালেককে সহ সভাপতি, মিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, আব্দুল কাদের ও উজ্জল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে কুর্শা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়।








