সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২। গত রোববার (১১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর থানাধীন বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সোনা সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়া এলাকার মৃত ইসলামের ছেলে। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মো. উসমান গণি জানান, ২০২০ সালের ২ মার্চ মো. সোনার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সোনা দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর একটি চৌকস আভিযানিক দল রোববার বিকেলে বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।








