বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে ইউএনও’র পরিদর্শন,৪ পরীক্ষার্থীকে বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

 

ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে।

 

 

জানা গেছে, মঙ্গলবার (২৯এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলায় মাইজবাড়ি খালেক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে উপজেলা ভিজিল্যান্স টিম কর্তৃক পরিদর্শনকালে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর জান্নাত আরা পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি নজরে আসে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে বই, চিরকুট ব্যবহার করে নকল করছে। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কক্ষগুলোতে দায়িত্ব পালনকারী তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।

 

 

এবিষয়ে নিশ্চিত করে কেন্দ্র সচিব এ কে এম জহিরুল হক জানান- এ বছর মাইজবাড়ি খালেক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫ টি প্রতিষ্ঠানের মোট ১৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। মঙ্গলবার রসায়নবিজ্ঞান পরীক্ষা ছিলো, যা ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কঠিন একটি পরীক্ষা।

 

 

কড়া নজরদারির মাঝেও মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স স্যার কেন্দ্র পরিদর্শন করতে আসলে পরীক্ষায় নকলের বিষয়টি স্যারের নজরে আসায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেন এবং তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। আগামী দিনে এই পরীক্ষা কেন্দ্রকে আরো কঠোর নজরদারি রাখা যেন নকলমুক সুশৃঙ্খল ও সুষ্ঠু পরীক্ষা কেন্দ্র হিসাবে মাইজবাড়ি খালেক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি উপজেলায় সুনাম অর্জন করতে পারে।

 

 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ। তিনি জানান-সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, ময়মনসিংহ সদর বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর