মধ্যনগরে ডেভিল হান্ট পৃথক অভিযানে গ্রেপ্তার ২
মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর থানার ডেভিল হান্ট-এর আওতায় পৃথক অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মো. রতন মিয়া ও মো. উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে মো. রতন মিয়া ও মো. উজ্জল মিয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. রতন মিয়া। তিনি মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মোসলেম উদ্দিন। তিনি শ্রমিকলীগের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন। তাকে ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত ১০টা ৩০ মিনিটে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
অপরদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকালে মধ্যনগর থানাধীন মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকা থেকে মো. উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর পিতা মৃত আজমান আলী। তিনি মধ্যনগর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। তাকে সকাল ৬টা ১০ মিনিটে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে








