চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি দারুল কুরআন নাজিরিয়া একাডেমিক মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উপহার স্বরূপ কার্পেট বিতরণ করেছে ‘আর্ন এন্ড লিভ’।
সোমবার (২২শে ডিসেম্বর) উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি দারুল কুরআন নাজিরিয়া একাডেমিক মাদ্রাসায় সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় ও নীলফামারী জেলা শাখার আয়োজনে মাদ্রাসা ছাত্রদের জন্য কার্পেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আর্ন এন্ড লিভের রংপুর বিভাগীয় প্রতিনিধি ফুয়াদ শাহরিয়া, নীলফামারী জেলা প্রতিনিধি মো. মোকাদ্দেস হোসেন, অত্র মাদ্রাসা শিক্ষক নাজির আহমেদ, স্বেচ্ছাসেবক অনিক, আলামিন, ওয়াহিদুল প্রমুখ।
সংস্থাটির কুশীলবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদ্রাসাটির শিক্ষক নাজির আহমেদ বলেন, “এধরণের উপহার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। অল্পবয়সী ও এতিম শিশুদের জন্য যেকোনো সহায়তা তাদের মনোবলকে শক্তিশালী করে।”
সংস্থাটির জেলা প্রতিনিধি মোকাদ্দাস হোসেন বলেন, “ছোট ছোট শিশুদের জন্য সামান্য সহযোগিতাও তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমরা চেষ্টা করি যেন তারা হাসি ও শিক্ষা দুটোই পায়। আশা করি, এই কার্পেট পবিত্র কোরআন শরীফ পড়ার সময়কে আরামদায়ক করবে।”
মাদ্রাসাটির শিক্ষার্থীরা বলেন, “আমাদের এখন আর মাটিতে বসে পড়তে হবে না। কার্পেটে বসে পড়া অনেক আরামদায়ক। আমরা আনন্দিত। আমাদের জন্য এত সুন্দর উপহার এনেছে। এখন পবিত্র কোরআন শরীফ পড়া অনেক মজার হবে।”
আর্ন এন্ড লিভ সংস্থাটির পক্ষ থেকে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানান প্রতিনিধিরা।








