শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে পারতেখুর সোনালী সংঘের উদ্যোগে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) পারতেখুর এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সভাপতি শাজাহানপুর থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাবেক শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল বাশার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর বিএনপি নেতা এ টি এম শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নান্নু, বিএনপি নেতা তাইজুল ইসলাম, শাজাহানপুর থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,
ছাত্রনেতা সেলিম পারভেজ, আশেকপুর ইউনিয়ন মোনায়ারুল ইসলাম হেলাল, শামীনুর রহমান ঠান্ডা, সোহেল রানা, ছাত্রদল নেতা নাঈম ইসলাম শিমু, নাহিদ, আইয়ুব শামীম প্রমুখ।
টুর্নামেন্টের এই ম্যাচে ডোমনপুকুর হিন্দুপাড়া সোনার বাংলা ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে মহাস্থান বিপুল ফুটবল একাডেমি বিজয়ের গৌরব অর্জন করেন। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলাকে কেন্দ্র করে মাঠে ব্যাপক দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।








