রামগতি-কমলনগরের উন্নয়নে আ স ম রবের ঐতিহাসিক অবদান, অসমাপ্ত কাজ শেষ করতে চান তানিয়া রব
মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) অঞ্চলের অবকাঠামোগত ও জনকল্যাণমূলক উন্নয়নে সর্বপ্রথম ভূমিকা রেখেছেন জাতীয় রাজনীতির বর্ষীয়ান নেতা আ স ম আবদুর রব।
তিনি মেঘনা নদীর ভাঙন রোধে নদীতীর রক্ষা বাঁধের প্রথম প্রকল্প বাস্তবায়ন করেন। এছাড়াও ভুলুয়া নদী খনন, রাস্তাঘাট নির্মাণ ও পাকাকরণ, পোল-কালভার্ট নির্মাণ, পল্লী বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও রামগতি পৌরসভার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বিশেষ করে ১৯৯৬ সালে মন্ত্রী থাকাকালীন স্বল্প বাজেটে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন। চুরি, ডাকাতি ও চাঁদাবাজি দমনে তার কঠোর অবস্থান এখনো প্রশংসিত।
স্থানীয়রা মনে করেন, আ স ম রবের অনেক উন্নয়ন কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। তাই এসব কাজ সম্পন্ন করতে রামগতি-কমলনগরের মানুষ এবার তার যোগ্য সহধর্মিণী তানিয়া রবকে এমপি হিসেবে দেখতে চায়।
তারা মনে করেন, তানিয়া রব নির্বাচিত হলে আ স ম রবের শুরু করা উন্নয়নের ধারাবাহিকতা আবার ফিরে আসবে এই অঞ্চলে।








