গাজিপুরে ট্যুরিস্ট পুলিশের অভিযানে ৭ মামলার আসামি রুবেল গ্রেপ্তার, ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরে ট্যুরিস্ট পুলিশের এক বিশেষ অভিযানে ৭টি মামলার আসামি কুখ্যাত অপরাধী মোঃ রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর, ২০২৫) পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর শ্রীপুরের সাফারী পার্ক সংলগ্ন ইন্দ্রপুর চৌরাস্তার কাছে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জয়দেবপুর সদর থানার বানিয়াচালা গ্রামের মোঃ মনিরুল ইসলাম অটোরিকশায় যাওয়ার সময় রুবেল ও তার সহযোগী শরিফসহ আরও দুজন তার পথরোধ করে। এরপর তারা জোরপূর্বক তার ব্যবহৃত রেডমি নোট ১৩ মডেলের মোবাইল সেট এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী মনিরুল ইসলাম শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৯(১১)২০২৫)।
ঘটনার পর গাজীপুর ট্যুরিস্ট জোনের পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মাইন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা রুবেলের অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রুবেল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ এবং মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিল।
এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।








