নতুন ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে কাজীপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ
ফিরোজ আল আমিন ,নিজস্ব প্রতিনিধব:
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৩ নভেম্বর) দুপুরে কাজিপুর-সরিষাবাড়ী মহাসড়কের ব্রাম্মনজানী বাজার এলাকায় ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ এবং মনসুরনগর ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। নতুন উপজেলা গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের কর্মসূচির কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির নেতা প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন বলেন, যমুনা নদীর পূর্ব পাড়ের এই ছয়টি ইউনিয়নের প্রায় দুই লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নদী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় তারা শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন উপজেলা গঠিত হলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলতাফ হোসেন, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আব্দুল বাকি বিএসসি। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা গঠনের জন্য তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও এখন পর্যন্ত কোনো প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন।








