কে এই নারী: যাকে নিয়ে বিব্রত স্থানীয়রা ও প্রশাসন
বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় শাহিন আক্তার নামে এক নারী সাংবাদিক পরিচয়ে এমন সব কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা নিয়ে বিব্রত স্থানীয়রা ও পটিয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন আক্তার নামে মধ্যবয়সী এই নারী প্রতিদিন দুপুর থেকে রাত ৩–৪টা পর্যন্ত পটিয়া থানার ভেতর ও সামনে অবস্থান করেন। থানার বিভিন্ন এসআইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটানোসহ, ফোর্সদের মাধ্যমে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, নিয়মিত থানায় দেখা যাওয়ায় অনেকে তাকে মহিলা পুলিশ ভেবে ভুল করেন। কেউ থানায় অভিযোগ নিয়ে এলে শাহিন আক্তার জোর করে অভিযোগ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
একাধিক ব্যক্তির দাবি, তিনি থানার ভেতরে ও সামনে বসে থেকে বিভিন্ন মানুষকে হেনস্তা করেন এবং “হানি ট্র্যাপ” কৌশল ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে কাজ আদায় করেন। তার এই আচরণে স্থানীয়দের পাশাপাশি থানার কর্মকর্তারাও বিব্রত অবস্থায় পড়েছেন।
অন্যদিকে, পটিয়ার স্থানীয় সাংবাদিকদের কাছে শাহিন আক্তার সত্যিই সাংবাদিক কিনা জানতে চাইলে তারা জানান—এই নামে কোনো সাংবাদিক পটিয়া প্রেসক্লাব বা স্থানীয় গণমাধ্যমে নেই।
স্থানীয়রা প্রশাসনের কাছে এই রহস্যময়ী নারীর অপকর্মের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।








