শাহজাদপুরে প্রবাসীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, রাস্তায় মিলল ক্ষতবিক্ষত লাশ
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক প্রবাস ফেরত যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার গোপালপুর গ্রামের একটি রাস্তার ওপর থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত যুবকের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি ওই গ্রামের শাহাদৎ মণ্ডলের ছেলে এবং সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর একটি ফোন কল পেয়ে সিরাজুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সারারাত পরিবারের সদস্যরা তার জন্য অপেক্ষা করেও কোনো খোঁজ পাননি।বুধবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে রাস্তার ওপর সিরাজুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা নিহতের পরিবারকে খবর দিলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।








