ভোলাহাটে ভার্কের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস’২৫ উদযাপিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বে-সরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ৭ অক্টোবর, মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল: “স্থানীয় বৈশ্বিক পদক্ষেপে বয়স্ক ব্যক্তিবর্গ; আমাদের আকাঙ্খা আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার”।
দিবসটি উপলক্ষে ভার্ক মিলনায়তনে এক আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়। ভার্কের উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের নেতৃত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভার্কের সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান এবং প্রবীণ ব্যক্তিত্ব মোঃ তোফোজ্জল হোসেন।
বক্তারা পরিবার, সমাজ ও জাতীয় জীবনে প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা ও নির্দেশনার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে হাজেরা খাতুন ভার্কের মাধ্যমে প্রবীণদের জন্য চিকিৎসা, জনস্বাস্থ্য, ঋণ সহায়তা ও অন্যান্য সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
এতে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এলাকার প্রবীণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।








