বিশ্ব শিক্ষক দিবসে লংগদু সরকারি মডেল কলেজে র্যালি ও আলোচনা সভা
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লংগদু সরকারি মডেল কলেজের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ (অক্টোবর) রবিবার সকাল নয়টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লংগদু সরকারি মডেল কলেজ মাঠে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক ওসমান গনি’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন প্রভাষক হারুনুর রশিদ, প্রভাষক খন্দকার হাসান আলী, প্রভাষক মোঃ নুরুল হুদা সহ অত্র কলেজের অন্যান্য প্রভাষক, স্টাফবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, শিক্ষকমন্ডলীর ছাত্র- ছাত্রীদের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে প্রতিষ্ঠানে শিক্ষার একটি সুন্দর পরিবেশ বজায় থাকে এবং ছাত্র–ছাত্রীদের পড়াশোনার মান দিন দিন উন্নতি ঘটে।








